-688d7959f2742.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজ বর্মন (২২)। তিনি ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা এলাকার বাসিন্দা।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে উপজেলার নীলাদ্রি লেকসংলগ্ন ট্যাকেরঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস।
তিনি জানান, নীলাদ্রি লেকপাড় ও ট্যাকেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজ বর্মনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত পর্যটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে।’
এআরএস