Logo

সারাদেশ

সুনামগঞ্জে বিদেশি মদসহ পর্যটক গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৩৫

সুনামগঞ্জে বিদেশি মদসহ পর্যটক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদেশি মদসহ এক পর্যটককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজ বর্মন (২২)। তিনি ঢাকার কেরানীগঞ্জের নতুন শুভাঢ্যা এলাকার বাসিন্দা।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে উপজেলার নীলাদ্রি লেকসংলগ্ন ট্যাকেরঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পংকজ দাস।

তিনি জানান, নীলাদ্রি লেকপাড় ও ট্যাকেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজ বর্মনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃত পর্যটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর