চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৪০
-688d7aaa0888c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার’ দাবিতে চাঁদপুরে জনসমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘জুলাই চেতনা মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি নয়। আমরা গণহত্যার বিচার, শহীদ পরিবারের সম্মান ও পুনর্বাসন চাই। চাই বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক ইনসাফ পাবে।’
তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমস্যার সমাধানে ব্যর্থ। ইসলাম ও মানবতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।’
প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহা. জয়নাল আবেদীন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কে. এম. ইয়াসিন রাশেদ সানী, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহা. আবুল বাশার তালুকদার, যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হেলাল আহমাদ এবং ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ডি. এম. ফয়সাল।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন।
বক্তারা বলেন, ‘সম্প্রতি একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি বলেছেন, কোনো ইসলামপন্থী দল মসজিদে কার্যক্রম চালাতে পারবে না। এমনকি ইমাম ও মুয়াজ্জিনদের তালিকা করার হুমকি দেওয়া হয়েছে।’
তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। এখান থেকেই ইসলামী রাজনীতির আহ্বান আসবে। মসজিদ থেকে জনকল্যাণের বার্তা ছড়িয়ে পড়বে।’
বক্তারা আরও বলেন, ‘ধর্ম ও রাজনীতিকে আলাদা করার যে ষড়যন্ত্র চলছে, তা জনগণ কখনও মেনে নেবে না। ইসলামী রাষ্ট্রব্যবস্থার সূচনা মসজিদ থেকেই হবে।’
এআরএস