জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মিরসরাইয়ে বিএনপির শোভাযাত্রা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৪৪
-688d7b94738c7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও বিএনপি এবং যুবদলের শীর্ষ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে বড়দারোগারহাট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২২ কিলোমিটার পাড়ি দিয়ে বারইয়ারহাটে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
তিনি বলেন, ‘বিএনপির ১৫ বছরের আন্দোলনের ফসল হলো জুলাই-আগস্ট বিপ্লব। এই আন্দোলনে ছাত্রদলের বহু নেতা-কর্মী জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। অথচ কেউ কেউ আন্দোলনের ফসল ঘরে তুলতে চায়— তা হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীদের চক্রান্ত অতীতের মতো এবারও ব্যর্থ হবে। কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে মিরসরাইয়ের জনপ্রিয় নেতাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তাদের দল থেকে বহিষ্কার করে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হোক।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় নেতা তারেক রহমান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্ত থাকুন। মিরসরাইয়ে আন্দোলন-সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এআরএস