ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৫৬
-688d7e47e70ed.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজারের ব্যবসায়ী মোস্তফা কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে বর্ডার বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মোস্তফা কামাল বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সামনের সড়কে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক, অহিদুজ্জামান লস্কর অপু, সাত্তার মেম্বার, হোসেন মিয়া, সাইফুল ইসলাম, জামাল মিয়া, উমেদ আলী ও অন্তর প্রমুখ।
রিমন খান/এআরএস