পটিয়ায় বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:০০
-688d7f6b50f86.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পদ হারানোর প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন।
কর্মসূচিতে বিএনপি, গণঅধিকার পরিষদ, জামায়াত, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সংহতি জানান।
বক্তারা অভিযোগ করেন, ‘রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে আমাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ কোনো তদন্ত, কারণ দর্শানো নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘
বক্তারা অবিলম্বে চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, ‘এটা কেবল চাকরি নয়, জীবনসংগ্রামের বিষয়। প্রয়োজনে আমরা দেশব্যাপী কঠোর কর্মসূচিতে যাব।’
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের নেতা হাবিবুর রহমান রিপন। বক্তব্য দেন জামায়াত প্রার্থী ডা. ফরিদুল আলম, গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, বিএনপির পৌর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব পিকলু, কামরুল ইসলাম ও সেচ্ছাসেবক দলের সদস্য আরমান সুমন।
চাকরিচ্যুত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর ফাহিম, জয়নাল আবেদীন (ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক), মঞ্জুর হিরু, শিবলু, কানুন (সোশ্যাল ইসলামী ব্যাংক), মো. ইরফান, খোরশেদ আলম (ইসলামী ব্যাংক), মোহাম্মদ সাঈদুল হক, আসিফুর রহমান, শহিদুল ইসলাম, লাদেন (ইউনিয়ন ব্যাংক), রবিউল ও তুষার (বাংলাদেশ কমার্স ব্যাংক), টিপু সুলতান, মেহেদী হাসান ও সোনিয়া আক্তার (আল-আরাফাহ ইসলামী ব্যাংক)।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পটিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।