Logo

সারাদেশ

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশিকে ফেরত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:০৮

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকে ১৭ বাংলাদেশিকে ফেরত

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মুজিবনগরের সীমান্ত পিলার ১০৫-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির চুয়াডাঙ্গা সেক্টরের অধীন ৬ বিজিবি ও বিএসএফের ১৬১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর