মাগুরায় বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মায়ের আকুতি

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:১৬
-688d83155f248.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জন্মের পর থেকেই নানা জটিলতায় ভুগছে চার বছরের শিশু সাহাদি ইসলাম সাইমুন। মাথার আকার অস্বাভাবিক বড়, খাওয়াদাওয়া ও কথা বলাতেও সমস্যা রয়েছে তার।
সবসময় কাঁপতে থাকে হাত-পা, চলাফেরায় স্বাভাবিকতা নেই। পরিবার জানিয়েছে, সাইমুন হাইড্রোসেফালাসে আক্রান্ত—তার মস্তিষ্কে পানি জমছে, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
শিশুটির মা আফরোজা খাতুন বলেন, ‘অভাবের সংসারে চিকিৎসার খরচ নিয়ে সবসময় স্বামীর সঙ্গে ঝামেলা হয়। সন্তানকে বাঁচাতে বাবার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে আশ্রয় নিয়েছি। একমাত্র সন্তানকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সাহায্যের আশায়।’
সাইমুনের নানা আব্দুল হাই মিয়া জানান, ‘জন্মের সময় মাথা স্বাভাবিক ছিল, পরে ধীরে ধীরে বড় হতে থাকে। মাগুরা, ঝিনাইদহ ও যশোরের চিকিৎসকদের দেখানো হলেও তেমন কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা বলেছেন, ব্রেইনে পানি জমেছে, দ্রুত অপারেশন করতে হবে—যার খরচ আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।’
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান বলেন, ‘সাইমুনের অবস্থা দিন দিন জটিল হচ্ছে। উন্নত চিকিৎসা এবং দ্রুত অপারেশনই একমাত্র সমাধান।’
অসহায় পরিবারটি সমাজের সহৃদয়বান মানুষের কাছে অর্থ সহায়তার আবেদন জানিয়েছে।
এআরএস