বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা
ভাঙচুর করা হয় নতুন নির্মিত দেয়াল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:৩৪
-688d953f356c5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সাম্প্রতিক সময়ে নির্মিত নতুন গাঁথুনির দেয়াল ভেঙে দেয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি রাজনৈতিক সহিংসতায় আওয়ামী লীগ, জাসদ এবং জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দীর্ঘদিন কার্যালয়টি পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল।
সম্প্রতি জাতীয় পার্টির স্থানীয় নেতারা কার্যালয়টি সংস্কার ও পুনঃব্যবহারের উদ্যোগ নেন। কয়েক ফুট ইটের নতুন গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হলেও সেটিও টিকে থাকল না—আবারও হামলার শিকার হলো ভবনটি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘রাতের দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কার্যালয়ের সামনের দেয়াল ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।
জুয়েল হাসান/এআরএস