সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:৪১
-688da501e2ed5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর একটি আভিযানিক দল।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর (০১নং মিলগেট) এলাকার জয় গুরু কফি হাউজের সামনে, মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পাশে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মাদক পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. নবাব চৌধুরী (২৫), পিতা মো. একাবর আলী, গ্রাম—লক্ষীপুর এবং মো. সেলিম রেজা (৩৫), পিতা মৃত সেন্টু রহমান, গ্রাম—মোবারকপুর; দুজনেরই স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল ছাড়াও মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৪৮০ টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এআরএস