সোনাগাজীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এনইএসডিএফ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:১০
-688dabd701d48.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দিয়া এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এনইএসডিএফ) এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন গ্রেডে উত্তীর্ণরাও ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইএসডিএফ সভাপতি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম তানভীর।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাগাজী ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ হানিফ, আতরবানু জামে মসজিদের খতিব নজরুল ইসলাম, বাদশা মিয়া ভূঁইয়া জামে মসজিদের খতিব আবুল কাশেম, চৌধুরী পুকুরপাড় জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন এবং হামিদিয়া জামে মসজিদের খতিব নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন এনইএসডিএফ-এর সহসভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক আশিকুল হক আনন্দ, অভিভাবক এমদাদ হোসেন ও সাজনিন আক্তার এবং সংবর্ধিত শিক্ষার্থী মারুফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনইএসডিএফ-এর সাধারণ সম্পাদক ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মো. আব্দুল হাই এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা মাইন উদ্দিন দিদার।
উল্লেখ্য, উত্তর চরছান্দিয়া গ্রামের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এ সংগঠনটি ২০২৫ সালের ২ মে যাত্রা শুরু করে। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস