কুলিয়ারচরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক মা সমাবেশ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৩১
-688db0d537f2a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘জুলাই পুনর্জাগরণে জুলাইয়ের মায়েরা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া সমাবেশে অংশ নেন ‘জুলাই পুনর্জাগরণ’-এ আহত ব্যক্তিদের মায়েরা ও স্বজনরাও।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাইয়ে যারা দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিলেন, তাঁদের মায়েদের সম্মান জানানো এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।’
এআরএস