Logo

সারাদেশ

কুলিয়ারচরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক মা সমাবেশ

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৩১

কুলিয়ারচরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক মা সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

‘জুলাই পুনর্জাগরণে জুলাইয়ের মায়েরা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ছাড়া সমাবেশে অংশ নেন ‘জুলাই পুনর্জাগরণ’-এ আহত ব্যক্তিদের মায়েরা ও স্বজনরাও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাইয়ে যারা দেশের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে নেমেছিলেন, তাঁদের মায়েদের সম্মান জানানো এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর