বেলকুচিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৩৬
-688db1d20b634.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে অভিযান চালায়। অভিযানে দেশীয় তৈরি দুটি ওয়ান শাটার গানসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২) এবং টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, অস্ত্রসহ দুই যুবককে আটক করে তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এআরএস