পাবনায় জুলাই অভ্যুত্থান দিবসে ৫০০ বৃক্ষচারা বিতরণ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৩:১৬
-688dbb3f7310b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে পথচারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় শহরের আবদুল হামিদ সড়কে প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধিসহ ১৩ প্রজাতির ৫০০ চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি খন্দকার শফিউল আলম দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মোমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুন্নবী এবং প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি আসির ফয়সাল।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি ও কলকারখানা নির্মাণে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে, ফলে পরিবেশ ও আবহাওয়া হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে অধিক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই।
এআরএস