Logo

সারাদেশ

পাবনায় জুলাই অভ্যুত্থান দিবসে ৫০০ বৃক্ষচারা বিতরণ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৩:১৬

পাবনায় জুলাই অভ্যুত্থান দিবসে ৫০০ বৃক্ষচারা বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

জুলাই অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে পথচারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় শহরের আবদুল হামিদ সড়কে প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধিসহ ১৩ প্রজাতির ৫০০ চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি খন্দকার শফিউল আলম দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মোমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুন্নবী এবং প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি আসির ফয়সাল।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি ও কলকারখানা নির্মাণে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে, ফলে পরিবেশ ও আবহাওয়া হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে অধিক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর