Logo

সারাদেশ

কয়রায় বিনামূল্যে চক্ষু ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:৩২

কয়রায় বিনামূল্যে চক্ষু ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বেদকাশী কলেজিয়েট স্কুল হলরুমে এই ক্যাম্পের আয়োজন করে বেদকাশী উন্নয়ন ফাউন্ডেশন।

সহযোগিতা করে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতাল। ক্যাম্পে চার শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা নেন। এর মধ্যে শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সুজাউদ্দীন। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা আব্দুল গফফার, মাওলানা শেখ সাইফুল্লাহ ও ফরহাদ হোসেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা আনোয়ারা খাতুন বলেন, ‘চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়েছি, অপারেশনের সুযোগও পেয়েছি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’

এলাকাবাসীরা জানান, এ ধরনের উদ্যোগ গরিব মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতেও এ কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর