নাগেশ্বরীতে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:৪০
-688dcf174ff6b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছামিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছামিনা বেগম ওই এলাকার আলী আহমেদের স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছামিনা ও তার স্বামী আলী আহমেদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ছামিনা প্রায়ই স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। ঘটনার দিন সকালে ছামিনার নানার বাড়ির সম্পত্তি বিক্রির টাকাকে কেন্দ্র করে স্বামী আলী আহমেদ তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ছামিনা ইঁদুর মারার বিষ পান করেন।
বিষ খাওয়ার পরও তিনি কিছুক্ষণ ছেলের বউসহ বসে কাঁথা সেলাই করছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই কচাকাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’
এআরএস