Logo

সারাদেশ

পটিয়ায় জমি বিরোধে হত্যা : আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে, নিরাপত্তাহীনতায় পরিবার

Icon

পটিয়া

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:৪৩

পটিয়ায় জমি বিরোধে হত্যা : আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে, নিরাপত্তাহীনতায় পরিবার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত বৃদ্ধ নুরুল হক হত্যা মামলার অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

তারা বলছে, খুনের ঘটনায় একজন মাত্র আসামিকে গ্রেপ্তার করা গেলেও বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারকে হুমকি দিচ্ছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের ছেলে জামাল উদ্দিন এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ‘গত ৩০ মে সকালে জুমার নামাজে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালানো হয়। প্রতিপক্ষ দা, রড ও গাছের বাটাম দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আমার মা, ভাই, চাচা-চাচি ও ৯০ বছরের দাদিও গুরুতর আহত হন।’

তিনি আরও জানান, ঘটনায় পটিয়া থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেবল একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘আমরা বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও সাড়া পাইনি। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে। ফলে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি,’ বলেন জামাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, পুলিশ প্রশাসন, র‍্যাব, জেলা প্রশাসক ও চট্টগ্রামের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে বলেন, “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করুন, আমাদের নিরাপত্তা দিন এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করুন।”

সংবাদ সম্মেলনে নিহত নুরুল হকের স্ত্রী ছেমন নাহার, আত্মীয় নজরুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর