Logo

সারাদেশ

মির্জাপুরে মুরগিবোঝাই ট্রাক উল্টে ২ ঘন্টা যানচলাচল বন্ধ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:৪৬

মির্জাপুরে মুরগিবোঝাই ট্রাক উল্টে ২ ঘন্টা যানচলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলায় মুরগি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ট্রাকে থাকা শতাধিক মুরগি ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি এলাকায় প্রায় ৮০০ মিটার রাস্তা বন্ধ থাকে।

শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ঢাকা থেকে রওনা হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত মালামাল ও চালকের অসাবধানতায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে মহাসড়কের চারদিকে মুরগি ছড়িয়ে পড়ে, অনেক মুরগি ঘটনাস্থলেই মারা যায়, আহত পাখিগুলো ছটফট করতে থাকে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর যানজট সৃষ্টি হলে বিকল্প হিসেবে সার্ভিস লেন ব্যবহার করে কিছুটা যানচলাচল স্বাভাবিক রাখা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, ‘দুর্ঘটনার পর কিছু সময় যানজট দেখা দিলেও পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সড়ক স্বাভাবিক করে। পরে রেকারের সাহায্যে ট্রাকটি সরিয়ে ফেললে সকাল ৮টার দিকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।’

এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর