নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন ও জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:২৮

ছবি : বাংলাদেশের খবর
নরসিংদী পলাশের ডাঙ্গায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট এবং ব্যক্তিমালিকানা জমি জোরপূর্বক ভরাটের অভিযোগে কনফিডেন্স গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ডাঙ্গা বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বাজার কমিটির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক কারুজ্জামান, ভুক্তভোগী তোফাজ্জল খন্দকার, রফিকসহ শতাধিক গ্রামবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডাঙ্গা বাজারসংলগ্ন এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আশপাশের জমি ভরাট করছে। এতে এলাকার কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেকের ব্যক্তিগত জমিও জোরপূর্বক বালু ফেলে দখলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।
এদিকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে গ্রামবাসীকে হুমকি-ধামকি এমনকি মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা জানান, বিষয়টি একাধিকবার নরসিংদীর জেলা প্রশাসক ও পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
বক্তারা বলেন, আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিয়মিত নদী থেকে বালু উত্তোলন করে যাচ্ছে। দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, অব্যাহত বালু উত্তোলন ও জমি দখল চলতে থাকলে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি কৃষিজ উৎপাদন হুমকির মুখে পড়বে।
সুমন রায়/এএ