Logo

সারাদেশ

টাঙ্গাইলে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি দ্বিতীয় স্ত্রীর, গ্রেপ্তার ৬

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:১১

টাঙ্গাইলে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি দ্বিতীয় স্ত্রীর, গ্রেপ্তার ৬

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আকলিমা বেগমসহ (৪০) ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল জেলা আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ওই স্বামী আব্দুর রহিমকে (৪৫) উদ্ধার করা হয়। এ সময় আকলিমা ছাড়া অপহরণে জড়িত আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের মূল হোতা রাকিব হোসেন (১৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), একই এলাকার আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম শিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল শিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুরের কালিয়াকৈর তালচানা গ্রামের আকলিমা বেগম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুর রহিম ও গ্রেপ্তারকৃত আকলিমা বেগম একটি ইটভাটায় কাজ করতেন। এসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে বিয়ে করেন তারা। পরে রহিম তার নিজ এলাকায় ফিরে যান। কিন্তু সেখানে তার আগের একটি পরিবার রয়েছে। এরপর থেকেই আকলিমার সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানায় পুলিশ।

এমতাবস্থায় রহিমের ওপর প্রতিশোধ-পরায়ণ ও ক্ষুব্ধ হয়ে ওঠেন আকলিমা। পরবর্তীতে পরিকল্পনা করে ফোন করে রহিমকে আকলি তার বাসায় ডাকেন। পরে ওই বাসায় রহিম পৌঁছালে রাকিবের নেতৃত্বে অপর আসামিরা তাকে মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

একপর্যায়ে রহিমের পরিবার বিষয়টি জানতে পেরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রহিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের অনেকেই এলাকায় মাদকবিরোধী কমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তবে তদন্তে উঠে এসেছে, তারা নানা ধরণের অপকর্মে জড়িত। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা হয়েছে। পলাতক রাকিব হোসেনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রাব্বি ইসলাম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর