Logo

সারাদেশ

যশোরে ৪ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন ইউএনও নিশাত তামান্না

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:১৮

যশোরে ৪ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন ইউএনও নিশাত তামান্না

ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুরে এককভাবে চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। প্রশাসনিক দক্ষতা, মানবিকতা ও আন্তরিকতার সমন্বয়ে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

পিরোজপুর জেলার কৃতি সন্তান নিশাত ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। ২০০৯ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন। এরপর বরগুনার বেতাগী, তালতলী ও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মণিরামপুরে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবায় নানা উদ্যোগ হাতে নিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ ও পৌর মেয়রের পদ শূন্য হওয়ায় তাকে উপজেলা পরিষদ প্রশাসক ও পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও তার ওপর রয়েছে। ফলে বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে তিনি পালন করছেন।

দায়িত্বের পাশাপাশি ইউএনও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, সরেজমিন পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের সমন্বয় সভা করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে অফিসের পাশাপাশি মাঠেও সময় ব্যয় করেন।

স্থানীয়রা জানান, ইউএনও নিশাত মানবিকতা ও তার নিরলস পরিশ্রম দিয়ে এলাকার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি প্রতিবন্ধী কন্যার বিয়ে সফল করার পাশাপাশি খেলার মাঠ সংরক্ষণে উদ্যোগ নিয়েছেন। এছাড়া নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনমান উন্নয়নে তার বিশেষ ভূমিকা রয়েছে।

তারা জানান, এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা, তরুণদের জন্য ‘তারুণ্য উৎসব’ আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিল্পকলা একাডেমির কার্যক্রম চালু করাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন নিশাত। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

ইউএনও নিশাত তামান্না বলেন, ‘চার দপ্তরের দায়িত্ব নেওয়ার পর চাপ বেশি থাকলেও আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণে যতদিন থাকব, দায়িত্ব পালন করব। জনগণের সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ।’

জাহাঙ্গীর আলম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর