নেত্রকোনায় এনসিপি নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:৪৯

ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য আহবায়ক নাসির উদ্দীন পাটওয়ারী বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মাওনা চৌ-রাস্তায় ‘বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদ’র আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মদন উপজেলার সন্তান, সাবেক যুবদল নেতা ও ‘বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী ইন্টুর নেতৃত্ব প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র নেতা মেহেদি হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারী বিএনপির সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।
‘বাবর সৈনিক কর্মজীবী ঐক্য পরিষদ’র দাবি, নাসির উদ্দীনকে তার দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এছাড়া সরকারের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান এবং লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে নাসির উদ্দীনের ক্ষমা চাওয়ার দাবি করেন তারা।
নিজাম তালুকদার/এএ