Logo

সারাদেশ

ফরিদপুরে এআই দিয়ে অপপ্রচারের অভিযোগে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:৩৪

ফরিদপুরে এআই দিয়ে অপপ্রচারের অভিযোগে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন

‘আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ’র প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার || ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে ‘আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ’র প্রভাষক মো. মোরাদ হোসেন তালুকদার সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদর বাজারের ডাকবাংলো হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি। 

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে মোরাদ হোসেন বলেন, ‘গত একমাস ধরে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। এরা সম্প্রতি এআই তথ্য প্রযুক্তির সহায়তায় আমার ছবি আপত্তিকর ভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিচ্ছে। বিষয়টি নিয়ে আমি ভীষণভাবে বিব্রত।’ বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইনের আশ্রয় গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে আলফাডাঙ্গা উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর