Logo

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:৪৭

বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। একই সঙ্গে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে সবধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া দক্ষিণপাড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার গোরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমানবাহিনীর কর্মকর্তারা। পরে কবর জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

২০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিমানবাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামাল।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম এবং রাইসা মনির পরিবারের সদস্যরা।

বিমানবাহিনীর প্রতিনিধি দল ওইদিন বাজড়া শামসুল উলুম মাদ্রাসা মসজিদে বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করেন এবং এতিমখানার শিশুদের মাঝে তবারক বিতরণ করেন।

এর আগে, প্রতিনিধি দলের সদস্যরা রাইসার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি। পরে সিএমএইচে সংরক্ষিত লাশের একটি অংশ দেখে রাইসার বাবা শাহাবুল শেখ মেয়ের মরদেহ হিসেবে দাবি করেন। এরপর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেলে ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরদিন ২৫ জুলাই সকাল ১০টায় বাজড়া দক্ষিণপাড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানার গোরস্থানে তাকে দাফন করা হয়।

রাইসা মনির বাবা শাহাবুল শেখ বলেন, ‘আমার সোনা মনির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ইচ্ছা ছিল তাকে উচ্চশিক্ষিত করার, তা আর হলো না।’

ঘটনার তদন্ত সম্পর্কে স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম বলেন, ‘লোকালয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটি কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর