Logo

সারাদেশ

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:১১

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন চাকরিচ্যুত নৌবাহিনী সদস্য ও একজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন।

শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার আলা মুন্সির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোটরসাইকেল, হাতকড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কটিয়া ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল ইজাজ আহম্মেদ (৩৩), নড়াইলের লোহাগড়ার চাকরিচ্যুত নৌবাহিনী সদস্য কাজী অমিত (২৮), যশোরের ঝিকরগাছার চাকরিচ্যুত সেনাসদস্য হাফিজুর রহমান (৩৩), নড়াইলের তনু মোল্যা (৩৩), যশোরের শামীম রেজা (২৩) ও শাওন রহমান (২৮), গোপালগঞ্জের আল আমিন (৩২) ও মোখলেস শেখ (৪০) এবং ঝিনাইদহের মাসুদ রানা (৩০)।

পুলিশ জানায়, শনিবার ভোররাত ৩টার দিকে টহলের সময় আলা মুন্সির মোড়ে তাদের দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন উত্তর দিলে তল্লাশি চালিয়ে তিনটি মোটরসাইকেলের খোলা নম্বরপ্লেট, পুলিশের একটি কোট, রড, হাতুড়ি, দা, হাতকড়া, পেপার কাটারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে সাতটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বড় ধরনের ডাকাতির প্রস্তুতিতেই তারা একত্র হয়েছিল। জিজ্ঞাসাবাদ ও পুলিশের তথ্যভান্ডার যাচাইয়ে অমিত কাজী, শামীম রেজা, আল আমিন ও মোখলেস শেখের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদকের মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর