Logo

সারাদেশ

তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:২৯

তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ একটি টিনশেড ঘর থেকে মারুফা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মারুফা আক্তার দীর্ঘদিন প্রবাসে থাকার পর প্রায় তিন বছর আগে দেশে ফেরেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিজানুর রহমানকে বিয়ে করেন তিনি। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা অন্যত্র বসবাস করেন।

নিহতের স্বজনরা জানান, মারুফা ও মিজানুর পাশাপাশি দুটি টিনশেড কক্ষে বসবাস করতেন। রাত আড়াইটার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা এগিয়ে যান। বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ দেখতে পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে বিছানাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মারুফার পুড়ে যাওয়া নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মেয়ের জামাতা আব্দুল মোতালেব অভিযোগ করেন, মিজানুর রহমান ভুয়া কাবিননামা তৈরি করে তার শাশুড়িকে ব্ল্যাকমেইল করতেন। কিছুদিন আগে মারুফার এক ছেলেকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন তিনি। তার দাবি, মিজানই আগুন লাগিয়ে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের ভেতরে আগুন লেগেছিল এবং বাইরে তালা ঝুলছিল। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ঘরের ভেতরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ও মাথায় আঘাত করে মারুফার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর বাইরে থেকে তালা লাগিয়ে অভিযুক্ত মিজানুর রহমান পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর