Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:৪২

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক। ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পাশ থেকে দুই মাদক কারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন- মো. জামিনুর রহমান (৪৮) ও মো. মজিবর রহমান (৫৮)। তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. একরামুল হোসাইন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর