Logo

সারাদেশ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ‘যুবলীগ নেতা’ গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:০১

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ‘যুবলীগ নেতা’ গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ‘যুবলীগ নেতা’ গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাভারের আশুলিয়ায় যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শরীফুল ইসলাম মোল্লা আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগের নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাইল ত্রি-মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শরীফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে রোববার সকালে আদালতে পাঠানো হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর