ছাতক থানার ওসিকে অজ্ঞাত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:২৫

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে অজ্ঞাত নম্বর থেকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে। ভারতীয় একটি মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে ওসির হোয়াটসঅ্যাপে ফোন করে ও মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
হুমকিদাতা ওসিকে বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন। আওয়ামী লীগ হারাইয়া যায় নাই। আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে। বিষয়টা মাথায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন ধরা হবে, মাইন্ড ইট। সমন্বয়ক, জামাত -কেউ বাঁচাতে পারবে না।’
ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, ওই ব্যক্তিকে তিনি পরিচয় দিয়ে কথা বলার জন্য বলেন। তখন সে জানায়, সময়মতো সামনে এসেই পরিচয় দেবে। এরপর ওসি ফোন কেটে দেন।
ছাতক থানার ওসি আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. আব্দুল হালিম/এমবি