
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু। ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত আলী ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের জমির সেচ পাম্প চালু করতে গিয়ে মটারের বিদ্যুৎ লাইনের সুইচ দিতে যান শওকত আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তার হাত ও বুকের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে।
স্থানীয়দের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
এমবি