Logo

সারাদেশ

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৫:৪৯

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের কারাদণ্ড। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় মো. স্বপন মিয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় স্বপনকে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয় মাসের কারাদণ্ড কার্যকর করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দণ্ডাদেশ কার্যকালে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম খান ও আদালতের বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর