কুমিল্লার ১৬ মামলার পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৩

কুমিল্লার ১৬ মামলার পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিন (২৩) ফেনী শহর থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
শনিবার (২ আগস্ট) ফেনী শহরের মিজান রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
আল-আমিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ পাটোয়ারী গ্রামের হুমায়ুন করিবের ছেলে। তিনি ফাহাদ হোসেন আল-আমিন নামের পাশাপাশি ‘গুরা মিয়া’ ও ‘পলাশ’ নামেও পরিচিত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত বিচার প্রসেস নং-২৮০৮/২৫ তারিখ ২০ জানুয়ারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। সিডিএমএস যাচাইয়ে জানা যায়, ফাহাদ হোসেন আল-আমিনের বিরুদ্ধে কুমিল্লার লাকসাম থানা ও ফেনী সদর থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আসামিকে রোববার (৩ আগস্ট) দুপুরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমবি