সখিপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:১২

টাঙ্গাইলের সখিপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে কাকুলি আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) সকালে সখিপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত কাকুলি আক্তার উপজেলার পাথারপুর বটতলা এলাকার আ. সবুর মিয়ার মেয়ে। কয়েক বছর আগে একই উপজেলার ইছাদিঘী গ্রামের হায়দার মিয়ার ছেলে মেহেদী হাসান (৩৫)-এর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রতিবেশীরা জানান, কাকুলি ও মেহেদীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়।
নিহতের ছেলে-মেয়েরা জানান, ঝগড়ার একপর্যায়ে মেহেদী হাসান ঘর থেকে ছুরি এনে তাদের মায়ের পিঠে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় কাকুলি মাটিতে লুটিয়ে পড়লে মেহেদী পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সখিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল থেকে কাকুলি আক্তারের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমবি