সাটুরিয়ায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:২৬
-688f47702f980.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। রোববার (৩ আগস্ট ) সকালে উপজেলা ডাকবাংলোয় এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জজ কোর্টের সরকারপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওয়াল খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু বিএনপির ইতিহাস নয়, এটি একটি বৃহৎ আন্দোলনের প্রতীক। তাঁরা ৫ আগস্টের আনন্দ মিছিল সফল করতে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।
এআরএস