বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৩৭

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। ছবি : বাংলাদেশের খবর
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিয়াজ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত রিয়াজ বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।
শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে নতুন করে ১১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা জেলায় সর্বোচ্চ ৬৮ জন, শেবাচিম হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৩ জন, পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২ জন ও পিরোজপুরে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৯১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সরকারি হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছে, তার চেয়েও প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ভর্তি হওয়াসহ অনেক রোগী বাসাবাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। সেই সংখ্যা আমাদের কাছে নেই। সেই সংখ্যা থাকলে সবাই বুঝতে পারত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে। মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা নেওয়া জরুরি।
এমবি