Logo

সারাদেশ

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে প্লাবন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৩৯

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে প্লাবন

ছবি : বাংলাদেশের খবর

তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। রোববার ভোর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, ধুবনি, কালিগঞ্জ উপজেলার ভোটমারি ও চরবৈরাতী, আদিতমারীর মহিষখোচা ও গোবর্ধন, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি—এমন ১৫টি গ্রামের অন্তত ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, বিভিন্ন ফসলের মাঠ ও বসতবাড়ি। ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর