তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে প্লাবন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৩৯
-688f4a5fa900e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। রোববার ভোর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, ধুবনি, কালিগঞ্জ উপজেলার ভোটমারি ও চরবৈরাতী, আদিতমারীর মহিষখোচা ও গোবর্ধন, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি—এমন ১৫টি গ্রামের অন্তত ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, বিভিন্ন ফসলের মাঠ ও বসতবাড়ি। ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
এআরএস