Logo

সারাদেশ

ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৩

ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর ও সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া সাতটি গরু উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর ও বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া থানার করমজা এলাকার আওয়াল মোল্লার ছেলে বাবু মোল্লা (৩৩), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দেওয়ান টারুটিয়া এলাকার কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৪৩), একই এলাকার আমজাদ মোল্লার ছেলে ফজলুল হক (৪৮) ও পাশ্ববর্তী গালা এলাকার গফুর সরদারের ছেলে শফিকুল সরদার (৩৮)।

ডিবি পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানাধীন কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবু মোল্লা ও আল আমিন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফজলুল হক ও শফিকুল সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সাতটি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত গরু ও গ্রেপ্তার আসামিদের গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর