লক্ষ্মীপুরে গৃহবধূ শারমিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৪
-688f4df59b2b4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা শারমিন আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী রুবেল ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় রোববার (৩ আগস্ট) সকালে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেন।
চরপোড়াগাছার নতুনবাজারে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ ‘অদৃশ্য কারণে’ তাদের গ্রেপ্তার করছে না। তারা হুঁশিয়ার করে বলেন, পুলিশ যদি গড়িমসি করে, তাহলে চরজব্বর থানা ঘেরাও করা হবে।
নিহত শারমিনের বাবা রহিম আলী বলেন, ‘৮ বছর আগে রুবেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়। পারিবারিক কলহ ও রুবেলের পরকীয়ার জেরে শারমিনকে প্রায়ই নির্যাতন করা হতো। ২৮ জুলাই সকালে তুচ্ছ ঘটনায় রুবেল শ্বাসরোধে তাকে হত্যা করে এবং পরে গলায় গামছা প্যাঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।’
পুলিশ জানায়, ২৮ জুলাই বিকেলে চরজব্বর থানার পুলিশ গিয়াস উদ্দীনের ঘরের মেঝে থেকে শারমিনের লাশ উদ্ধার করে। পরদিন
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শারমিনের একটি চার বছরের কন্যাসন্তান রয়েছে।
এআরএস