Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:০৬

আলফাডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আলফাডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আল-আমিন মোল্যা পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্যার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তিনি প্রায় সময় মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এইচকে/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর