Logo

সারাদেশ

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:৪০

কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ‘আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা’।

রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বক্সগন্জ ইউনিয়নের শুভপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আলাউদ্দিন বক্সগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ মিয়ার বড় ছেলে ও ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

নিহতের চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান, আলাউদ্দিন তার জেঠাতো ভাই মৃত আবুল বাশারের জানাজা শেষে অজ্ঞাতনামা এক সিএনজিতে অন্য এলাকায় যাওয়ার পথে শুভপুর এলাকায় পৌঁছালে বক্সগন্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ ফরিদের কর্মীরা, আলীয়ারা গ্রামের নুরুউদ্দিন, রিযাদ, সজিব, ইউনুসসহ আরও ১০ থেকে ১২ জন আওয়ামী লীগের সন্ত্রাসী ধারালো চাপাতি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হামলা করে। পরে তারা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে নাঙ্গলকোট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম ফজলুল হক জানান, কাতার প্রবাসী সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের সঙ্গে অভিযুক্ত কিছু ব্যক্তির পূর্ব শত্রুতা ছিল। জমি সংক্রান্ত জেরে ইউপি সদস্যকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিদের আইনের আওতায় আনার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর