Logo

সারাদেশ

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি বাসার, সম্পাদক মেহেদী

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:২৭

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি বাসার, সম্পাদক মেহেদী

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী। ছবি : সংগৃহীত

৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলাম।

শনিবার রাজধানীর ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ব্যাচের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় ব্যাচের যেসব সদস্য উপস্থিত থাকতে পারেননি, তারা ভার্চুয়াল মাধ্যমে (জুম মিটিং) যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এএসপি এহসান ইমন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী।

কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের মূল্যবোধকে ধারণ করে তারা ব্যাচের স্বার্থ এবং দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর