Logo

সারাদেশ

কুলাউড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:৫২

কুলাউড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে এক অজ্ঞাতপরিচয় কিশোরের (বয়স আনুমানিক ১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সকালে স্থানীয়রা ডোবায় মরদেহটি দেখতে পেয়ে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি ডোবার পাশে মলত্যাগ করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা ও ডান হাতটি পক্ষাঘাতগ্রস্ত ছিল।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনও কিশোরটির পরিচয় শনাক্ত করা যায়নি। তার শনাক্তে কাজ করছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর