
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বেনাপোল শাখা এখন নতুন ঠিকানায়। শনিবার (৩ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) কাজী মাহমুদ হোসেন, বেনাপোল শাখার ব্যবস্থাপক মো. জাহিদ হাসান, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্বনামধন্য ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় অতিথিরা বলেন, নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা থেকে গ্রাহকদের আরও উন্নত ও বিস্তৃত সেবা প্রদান সম্ভব হবে।
বেনাপোল শাখার নতুন ঠিকানা : নুর শপিং কমপ্লেক্স, হোল্ডিং নং ৫৭০/১ (২য় তলা), বেনাপোল বাজার, বেনাপোল, শার্শা, যশোর। সংবাদ বিজ্ঞপ্তি
ডিআর/এইচকে