Logo

সারাদেশ

বরগুনায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২০:৩০

বরগুনায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

ছবি : বাংলাদেশের খবর

বরগুনা জেলা জজ আদালত চত্বর থেকে মো. আল আমিন (৩০) নামে এক আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।

রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে রাখা পুলিশের গাড়ির কাছে আসামিকে আনার পর এ ঘটনা ঘটে। এ সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।

আদালত পুলিশ সূত্র জানায়, মো. আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলতাফ চৌকিদার।

আদালত পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশে এএসআই মো. আমিনুল ও তিনজন কনস্টেবলের উপস্থিতিতে আসামিকে গাড়িতে তোলা হচ্ছিল। তখনই সে হাতকড়া খুলে পালিয়ে যায়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালে আল আমিনের স্ত্রী ময়না আক্তার পারিবারিক আদালতে একটি মামলা করেন (মামলা নম্বর ৪৮/২০১৭)। পরে ওই মামলার রায়ের ভিত্তিতে ২০১৮ সালে তিনি একটি ডিক্রি জারি মামলাও (৩৬/২০১৮) করেন। এরপর থেকেই আসামি আল আমিন পলাতক ছিলেন।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরদিন সকালে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান হাবিব স্বপন বলেন, ‘২০১৮ সালে আমি আসামি আল আমিনের পক্ষে মামলা পরিচালনা করেছি। জামিনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শুনেছি, আদালত চত্বর থেকেই সে পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ দায়িত্বশীল হলে এমন ঘটনা ঘটত না। আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন না করায় এই অবস্থা হয়েছে।’

  • খান নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর