ড্যাব নির্বাচন সামনে রেখে রংপুর মেডিকেলে প্যানেল পরিচিতি সভা

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২২

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে এ সভা হয়। এতে জাতীয়তাবাদী চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. তৌহিদ উল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. আবু মো. আহসান ফিরোজ বক্তব্য দেন।
বক্তারা চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষায় ড্যাবকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।
বক্তারা দেশের চিকিৎসকদের নানা সমস্যা ও সেগুলোর সমাধানের পাশাপাশি ড্যাবের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, চিকিৎসকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখনই প্রয়োজন সবাই মিলে একটি কার্যকর সংগঠন গড়ে তোলা।
সভা শেষে বক্তারা আজিজুল-শাকুর প্যানেলের পক্ষে ভোট চান এবং দেশের নাগরিকদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এমবি