Logo

সারাদেশ

ড্যাব নির্বাচন সামনে রেখে রংপুর মেডিকেলে প্যানেল পরিচিতি সভা

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২২

ড্যাব নির্বাচন সামনে রেখে রংপুর মেডিকেলে প্যানেল পরিচিতি সভা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে এ সভা হয়। এতে জাতীয়তাবাদী চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. তৌহিদ উল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. আবু মো. আহসান ফিরোজ বক্তব্য দেন।

বক্তারা চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও সম্মান রক্ষায় ড্যাবকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে চিকিৎসকদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

বক্তারা দেশের চিকিৎসকদের নানা সমস্যা ও সেগুলোর সমাধানের পাশাপাশি ড্যাবের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, চিকিৎসকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এখনই প্রয়োজন সবাই মিলে একটি কার্যকর সংগঠন গড়ে তোলা।

সভা শেষে বক্তারা আজিজুল-শাকুর প্যানেলের পক্ষে ভোট চান এবং দেশের নাগরিকদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর