Logo

সারাদেশ

এপিসিতে ইয়ামিন হত্যা, এএসআই গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:১৭

এপিসিতে ইয়ামিন হত্যা, এএসআই গ্রেপ্তার

সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এর আগে রোববার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। 

এএসআই মোহাম্মদ আলী কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার বিপি নম্বর ৯৪১৩১৭০৮৪৬।

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সে অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, এপিসিতে ইয়ামিন হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর