আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০৭

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মাশরিকুল ইসলাম ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাশরিকুল ইসলাম ইমন ধনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপআইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি আভিযানিক দল ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এ নেতাকে গ্রেপ্তার করে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার ইমনকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
হাসান ভুঁইয়া/এমবি