Logo

সারাদেশ

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:২৬

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ছবি : বাংলাদেশের খবর

বাস ভাড়া নিয়ে দ্বন্দ্ব, শ্রমিক মারধর ও জেলে থাকা চালকের মুক্তির দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

সোমবার (৪ আগস্ট) সকাল থেকে জেলার সব ধরনের দূরপাল্লা ও আঞ্চলিক রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও রোগী।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের এই উত্তেজনার সূত্রপাত রোববার সকালে। জেলার শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে এক বাস হেলপারকে মারধরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন।

শ্রমিক নেতারা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের বাসের শ্রমিককে মারধরের প্রতিবাদ, শহরে এক চালককে মারধর ও জেলে থাকা বাসচালকের মুক্তির দাবিতে এ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। চালকদের মারধরের বিচার ও আটক চালককে মুক্তি না দেওয়া হলে এ কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।

এর আগে রোববার সকাল ৯টায় জেলার শান্তিগঞ্জে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বাসের এক হেলপার মারধরের শিকার হন -এমন অভিযোগ তুলে পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। রাতে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

হঠাৎ এ পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা। অনেকেই বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। দূরপাল্লার রুটে যাত্রারত যাত্রীরা বিকল্প যানবাহন না পেয়ে বিপাকে পড়ছেন।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। রোববার তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এ ঘটনার বিচারের দাবিতে রোববার সড়ক অবরোধ করেছে। সোমবার থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যাবে না।

মো. আব্দুল হালিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্মঘট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর