Logo

সারাদেশ

খুলনায় ঘের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৩:২৪

খুলনায় ঘের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

খুলনার দৌলতপুরে আল আমিন (৩২) নামে এক ঘের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার খানাবাড়ি সংলগ্ন রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আল আমিন দিঘীরপাড় পূর্বপাড়া এলাকার সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি ও পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় আল আমিনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর