
খুলনার দৌলতপুরে আল আমিন (৩২) নামে এক ঘের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার খানাবাড়ি সংলগ্ন রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আল আমিন দিঘীরপাড় পূর্বপাড়া এলাকার সাহেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি ও পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় আল আমিনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমবি