কালিয়াকৈরে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৪:৩০

গাজীপুরের কালিয়াকৈরে শাহজাহান হোসেন (৪৭) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকালে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান হোসেন গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ছোট লতিফপুর এলাকার মশিউরের বাসায় ভাড়া থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে শাহজাহানের সঙ্গে স্ত্রীর কলহ চলছিল। স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়েও দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানান প্রতিবেশীরা।
রোববার রাতে স্ত্রী সেলভিয়ার সঙ্গে কথাকাটাকাটির পর দুজনেই ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে পাশের কক্ষে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শাহজাহানকে দেখতে পান সেলভিয়া। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমবি