Logo

সারাদেশ

আশুলিয়ায় দেশীয় অস্ত্রের গোপন মজুত, গ্রেপ্তার ৮

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৫:১৮

আশুলিয়ায় দেশীয় অস্ত্রের গোপন মজুত, গ্রেপ্তার ৮

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল ও মাদকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার পলাতক এবং কিশোর গ্যাংয়ের সদস্য।

সোমবার (৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ২০টির বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড ও কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আল আমিন মণ্ডল, জুনায়েদ হাসান জুনু, রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হক।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর